তুরস্কের কাছ থেকে আরো সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সরকারি সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে।

ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রি তারান শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সাথে বৈঠকে তুরস্কের তৈরি ড্রোন কিনতে ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

ওই বৈঠকে দুই প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক ও বিমান প্রকল্পে ভবিষ্যত সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

এর আগে ২০১৯ সালে ইউক্রেন তার সেনাবাহিনীর জন্য তুরস্ক-উৎপাদিত পর্যবেক্ষণ ও স্ট্রাইক ড্রোন কিনেছিল। এই চুক্তির অংশ হিসেবে, তুরস্কের সংস্থা বেয়কারের উৎপাদিত বাইরাক্টর টিবি-২ ড্রোনগুলো এক বছরের মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীতে সরবরাহ ও তিনটি গ্র্যান্ড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হবে।

আনাদুলুর তথ্য অনুসারে, টিবি-২ সর্বাধিক ৫৫ কেজি ওজনসহ (১২১ পাউন্ড) ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ছয় হাজার ৮৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।