জাপানের ওকিনায়ায় দুটি মার্কিন ঘাঁটিতে চরমভাবে আক্রমণ চালাচ্ছে করোনাভাইরাস। ওই ঘাটিগুলোতে কয়েক ডজন করোনভাইরাস সংক্রমণ শনাক্তের পর লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে জাপানের স্থানীয় কর্মকর্তারা আমেরিকান সেনাবাহিনীর করোনা থেকে নিষ্পত্তির চেষ্টার সমালোচনা করেছে।

দক্ষিণ জাপানের দ্বীপে কয়েক হাজার মার্কিন সেনা নিযুক্ত রয়েছে, যেখানে প্রায় ১৫০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিহিদ সুগা বলেছেন, আমেরিকান বাহিনীর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে ৬২ জন শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগ আমেরিকান মেরিন কর্পস এয়ার স্টেশন ফুটেঞ্জা ও ক্যাম্প হানসেনে কর্মরত রয়েছেন।

সংক্রমণের বৃদ্ধির বিষয়টি ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকিসহ স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই প্রকোপের প্রতিক্রিয়া হিসেবে, রোববার থেকে প্রায় সমস্ত অফ-বেস ভ্রমণ বন্ধ করা হয়েছে। মেরিন কর্পস ইন্সটলমেন্ট প্যাসিফিক ফেসবুক পেজে এই বিষয়ে গাইডলাইন পোস্ট করা হয়েছে। মেরিন কর্পস সার্ভিসের সদস্য, নির্ভরশীল ও বেসামরিক ব্যক্তিরা চিকিত্সকের অনুমতিতে ঘাঁটিতে অবাধে চলাচল করতে পারবে।

পরবর্তী নির্দেশনা বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত কর্মীদের ঘাটিতে প্রবেশ ও কার্যকর্ম সীমাবদ্ধ রাখার আদেশ রয়েছে বলে ফোর্স জানিয়েছে।

তবে কোন ঘাঁটি আক্রান্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। মার্কিন সামরিক কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।