ভারত দখলকৃত কাশ্মীরের বন্দিপোরায় স্বাধীনতাকামী যোদ্ধাদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ভাইসহ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি নিহত হয়েছেন। ওয়াসিম বিজেপির সাবেক জেলা প্রেসিডেন্ট ছিলেন।
বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
এদিকে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে এনে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ কর্মীকে আটক করেছে ভারতীয় পুলিশ।
ওই অঞ্চলে থাকা পুলিশ (ডিজিপি) দিলবাগ সিং জানিয়েছেন, বন্দিপোরায় এলাকার পুলিশ স্টেশনের বাইরে নিজেদের দোকানের বাইরে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা ওয়াসিম বারি। তার সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ ও ভাই উমর। রাত ৯টা নাগাদ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনজন।
বিজেপি নেতা বারি, তার ভাই ও বাবাকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।