পায়ের যত্ন কিন্তু সবাই নেয়। বিশেষ করে পেডিকিওর করানোর কথা কেউ ভোলেন না। পার্লার গিয়ে হোক বা বাড়িতে, মাসে একবার বা দু’বার করে পায়ের যত্ন নিয়ে থাকেন অনেকেই। হাঁটুর কথা কি কেউ ভাবেন? ভাবেন না।
পায়ের পাতা থেকে একটু উপরে চোখ তুললে দেখবেন হাঁটুটা পায়ের তুলনায় কালচে হয়ে গেছে। আর হাঁটু কালো দেখালে শর্ট ড্রেসের কথা ভুলে যান। জেনে নিন হাঁটুর যত্ন কীভাবে নেওয়া যায়:
পাকা কলা ভাল করে চটকে নিন। এরসঙ্গে ময়দা, লেবুর রস মিশিয়ে হাঁটুতে লাগান। শুকিয়ে গেলে ভিজে হাতে আস্তে আস্তে কিছুক্ষণ ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত লাগালে দেখবেন দাগ ধীরে ধীরে উধাও। এর পাশাপাশি আলু পাতলা করে কেটে নিয়ে হাঁটুতে ঘষুন। নিয়মিত লাগালে হাঁটুর কালো দাগ অনেক কমবে। রোজ রাতে শুতে যাওয়ার আগে লেবুর রস বা হলুদ বা লেবুর রসের নির্জাস যুক্ত যে কোনও ভাল ক্রিম হাঁটুতে মাসাজ করুন। এতে ত্বক নরম থাকবে, কালোভাবও দূর হবে।