সপ্তাহে একদিন একটু সময় বার করে হট অয়েল ম্যাসাজ করুন। শ্যাম্পু করার একঘণ্টা আগে আমন্ড অয়েল বা তিলের তেল সামান্য গরম করে নিন।
বাড়িতে যদি আমন্ড অয়েল বা তিলের তেল না থাকে তাহলেও চিন্তার কিছু নেই। নারকেল তেল তো সবার বাড়িতেই থাকে। তাতেই হবে। আঙ্গুলের ডগা দিয়ে তেল হাল্কা ভাবে স্ক্যাল্পে মাসাজ করুন। এতে, ব্লাড সার্কুলেশন ভাল হবে।
তারপর, তোয়ালে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় পাঁচ মিনিট জড়িয়ে রাখুন। এতে সহজে, চুলের গোঁড়ায় তেল ঢুকবে ও পুষ্টি জোগাবে। চুল নরম ও চকচকে হবে। সবশেষে ভাল করে শ্যাম্পু করে নেবেন।