ইতালির রোম বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ থেকে নামতে দেওয়া হচ্ছে না ঢাকা থেকে আসা ১২৫ জন বাংলাদেশিকে। কাতার এয়ারওয়েজেই তাদের ফিরতে হবে দোহায় কিংবা ঢাকাতে, জানিয়ে দেওয়া হয়েছে দেশটির চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত।
এর আগে গত মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে সকল ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।
প্রবাসীরা জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাহায্য করছে না।
বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়।