ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী গ্রামের হুমায়ন চৌধুরী (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।
সোমবার নিজ ঘরের ভেতর দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পাষণ্ড ছেলে জোবায়েদ হোসেন চৌধরী রাজিব (৩৫)। একই ঘটনায় তার মা ও ছয় বছরের মেয়ে রশনীকেও আঘাত করে রাজিব। তাদের অবস্থাও আশষ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, রাজিবের স্ত্রী এক সন্তান রেখে প্রায় এক বছর আগে চলে যায়। রাজিব কোন আয় রোজগার করতেন না। সোমবার সকালে তার মায়ের কাছে টাকা চায়, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব তার বাবাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করে।
এসময় মা বাধা দিলে তাকেও আঘাত করে, চিৎকার শুনে তার মেয়ে আসলে তাকেও মাথায় আঘাত করে রাজিব। পরে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ওই ছেলেকে আটক করেছে পুলিশ।