মুসলিমদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের পুনর্গঠন কমিটির পরিচালক বাসাম আল হাল্লাককে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইল।

বুধবার (৮ জুলাই) বায়তুল মুকাদ্দাসের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে ইসরাইলী সেনাবাহিনী। ওয়াফা নিউজ ও আকসা মসজিদের ফেসবুক পেজে এ খবর দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, পশ্চীম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আল-আকসা মসজিদ, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলোসহ পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন।