দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

বুধবার (০৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় শনাক্ত হয় ৩ হাজার ২৭ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।