জরুরি প্রয়োজনে মেডিকেল সেবা দিতে মোটরসাইকেলে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার (৭ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর জানানো হয়েছে।

খবরে মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে অনেকগুলো মোটরসাইকেল সারিবদ্ধভাবে মহড়া দিতে দেখা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জরুরি প্রয়োজনে এই সার্ভিসটি চালু করা হয়েছে। এতে অনেক কম সময়ে রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আপাতত মেট্রপলিটন এলাকার মধ্যে এসব মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ থাকবে।