এমপি হারুন বলেন, ‘বার বার বলেছি বেসরকারি হাসপাতালগুলোতে যে কোভিড টেস্টের লাইসেন্স দেওয়া হয়েছে এই লাইসেন্সগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই যাদের সক্ষমতা আছে কোভিড টেস্টের মতো জনবল আছে তাদের অনেককেই দেওয়া হয়নি। কিন্তু আজকে অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের দেওয়া হয়েছে।’

 

‘চীনের ফ্লাইট বন্ধ, ইতালির ফ্লাইট বন্ধ। কারণ প্রবাসীরা বাইরে যাচ্ছে সেখানে বিমানবন্দরে কোভিড-১৯ র‌্যাপিড টেস্ট করা হচ্ছে। সেখানে তারা করোনা পজিটিভ। যে কারণে ওই সকল দেশ ফ্লাইট বন্ধ করছে। এত অপরাধের সঙ্গে জড়িত। যেখানে বার বার বলে আসছি এই লাইসেন্সটি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর।’

 

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘যদিও সংসদ নেতা দিন-রাত পরিশ্রম করছেন, বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করছেন। সেই ঘোষণা শুধু ঘোষণাই থেকে যাচ্ছে মাঠ পর্যায়ে ব্যাপক দুর্নীতি-অনিয়মের কারণে।’