নিজের আশেপাশের সবকিছু তথা ঘর ও ঘরের জিনিসপত্র যতবেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, নিজেকে ও পরিবারের সবাইকে ততবেশি সুস্থ রাখা সম্ভব হবে। শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সংযোগটা বহু পুরনো। এ কারণে পরিচ্ছন্নতার বিষয়ে ছাড় দেওয়ার উপায় নেই।
পরিধেয় পোশাক কিংবা অপরিষ্কার থালাবাসন যে প্রতিদিন পরিষ্কার করতে হয়, সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ঘরে থাকা আয়না কতদিন পর পরিষ্কার করা প্রয়োজন সেটা অনেকেই বুঝতে পারেন না। তবে বাসার অবস্থান ও এলাকাভেদে জিনিসপত্রে ধুলাময়লা জমার ক্ষেত্রে রকমফের দেখা দিতে পারে। সেক্ষেত্রে কোন আসবাবে ধুলা জমে থাকতে দেখলে দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে।
প্রতি সপ্তাহে, প্রতি মাসে কিংবা ৩-৫ মাস অন্তর কোন জিনিসগুলো পরিষ্কার করা প্রয়োজন সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে জিনিসপত্র পরিষ্কার রাখা বেশ অনেকটা সহজ হয়। যে কারণে আজকের ফিচারে খুব গুছিয়ে তালিকা তৈরি করা হয়েছে, যা থেকে জানা যাবে কতদিন পর কোন জিনিসটি পরিষ্কার করা প্রয়োজন।
প্রতিদিন যা পরিষ্কার করতে হবে
১. বিছানা গুছিয়ে ঝাড়তে হবে।
২. নোংরা ও এঁটো থালাবাসন জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলতে হবে।
৩. খাবার টেবিল গুছিয়ে পরিষ্কার করতে হবে।
৪. বাথরুমের মেঝে ঝাঁট দিতে হবে।
৫. রান্নাঘরের থাক ও মেঝে মুছতে হবে।
৬. রান্নাঘরের সিংক পরিষ্কার করতে হবে।
৭ নোংরা পোশাক ধুতে হবে।
৮. ঘর ও বারান্দার মেঝে ঝাড়ু দিতে হবে। মুছতে পারলে সবচেয়ে ভালো।
প্রতি সপ্তাহে যা পরিষ্কার করতে হবে
১. বিছানা ও বালিশের কভার বদলাতে হবে।
২. রান্নাঘর ও রেফ্রিজারেটরে থাকা পুরনো ও মেয়াদোত্তীর্ণ খাবার ফেলে দিতে হবে।
৩. ঘরের সকল আসবাবের আয়না মুছতে হবে।
৪. বুকশেফলে থাকা বইপত্র থেকে ধুলা ঝাড়তে হবে।
৫. শোকেসের জিনিসপত্র পরিষ্কার করতে হবে।
৬. আসবাবপত্র থেকে ধুলাবালি সরাতে হালকা ভেজা কাপড়ের সাহায্যে মুছতে হবে।
৭. মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের ও বাইরের অংশ পরিষ্কার করতে হবে।
৮. গোসল করার লোফাহ বা স্পন্স পরিষ্কার করতে হবে।
প্রতি মাসে যা পরিষ্কার করতে হবে
১. ঘরের কোন ও ছাদের অংশের ধুলাময়লা ঝাড়তে হবে।
২. লাইট ও বাল্বে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে।
৩ সোফার কভার ও দরজা, জানালার পর্দা পরিষ্কার করতে হবে।
৪. ডিশওয়াশার ও ওয়াশিং মেশিন পরিষ্কার করতে হবে।
৫. ফ্রিজের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে।
৬. টিভি থেকে ধুলাবালি সরাতে পরিষ্কার করতে হবে।
৭. দেয়াল ঘড়ি, ওয়ালম্যাট, বড় ছবির ফ্রেম নামিয়ে মুছে নিতে হবে।
৮. নিত্য ব্যবহারের ব্যাকপ্যাক ধুয়ে নিতে হবে।
৩-৫ মাস পরপর যা পরিষ্কার করতে হবে
১. আসবাবপত্রের নিচের অংশ থেকে ধুলাময়লা বের করতে হবে।
২. কার্পেট পরিষ্কার করতে হবে।
আরও পড়ুন: কখন ব্যায়াম করবেন না
আরও পড়ুন: খাবার খেয়েই ওজন কমান