ট্রাকে করে উত্তর মেসিডোনিয়া হয়ে অন্য কোনো দেশে পাচার করার সময় গ্রীস সীমান্ত এলাকায় একটি ট্রাক থেকে ২১১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৪৪ জনই বাংলাদেশি নাগরিক। বাকি ৬৭ জনের বাড়ি পাকিস্তানে।
সোমবার (৬ জুলাই) মধ্যরাতে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটির গ্রীস সীমান্তসংলগ্ন গেভগেলিজা শহর থেকে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। ট্রাকে গাদাগাদি করে তাদের গ্রিস থেকে উত্তর মেসিডোনিয়া হয়ে অন্য কোনো দেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ট্রাকটির চালককেও আটক করেছে পুলিশ। তারা জানায়, উদ্ধারকৃত ২১১ জনের মধ্যে ৬৩ জনই অপ্রাপ্তবয়স্ক। গ্রিসে ফেরত পাঠাতে উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তের একটি ট্রানজিট আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।