করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউনের ফলে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে দেশের সকল ধারার মাদরাসাসমূহের শুধুমাত্র হিফজুল কুরআন বিভাগ খুলে দেওয়ার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৮ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) মাদরাসাসমূহের হিফজুর কুরআন বিভাগ খুলে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার মাওলানা ড. মুশতাক আহমেদ, বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার মহাসচিব মুফতী মুহাম্মাদ আলী, মাওলানা ইয়াহিয়া মাহমুদ ও মাওলানা মুজিবুর রহমান। এরই পেক্ষিতে প্রধানমন্ত্রী হিফজুল কুরআন বিভাগ খোলে দেওয়ার মৌখিক অনুমতি দিয়েছেন বলে আলেমদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বিষয়ে মুফতী মুহাম্মাদ আলী জানান, হিফজ বিভাগ খুলে দিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আমরা লিখিত আবেদন করি। মঙ্গলবার আমরা জানতে পেরেছি হিফজুল কুরআন বিভাগ খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মৌখিক অনুমতি দিয়েছেন। বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা আশাবাদী সরকার দ্রুতই হিফজ বিভাগ খুলে দিবেন।