বান্দরবান সদর উপজেলায় পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ‌জেএসএস’র সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আরও ৩ জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।