পশ্চিম তীর দখলের প্রতিবাদে সংঘর্ষ চলাকালীন টিয়ারগ্যাস ছুড়ে এক ফিলিস্তিনী যুবককে গুরুতর জখম করলো ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলী সৈন্যরা।

রবিবার (৫জুলাই) ফিলিস্তিনের পশ্চিত তীরের হেবরন শহরের প্রাণকেন্দ্র শুহাদা স্ট্রীটে এ নির্মম ঘটনা ঘটে।

ডাব্লিউএএএফএর তথ্যমতে, হেবরন ওল্ড সিটি কোয়ার্টারে ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনীরা। সেসময় ফিলিস্তিনীদের লক্ষ্য করে রাবার বুলেট,স্টান গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইসরায়েল। ফলে টিয়ারগ্যাসের শেল সরাসরি একজন ফিলিস্তিনি যুবকের মুখে গিয়ে পড়াতে গুরুতর আহত হন তিনি।

উল্লেখ্য, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আরো কিছু অংশ নতুন করে দখলের পরিকল্পনার বিরুদ্ধে গত দুদিন যাবত ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন ফিলিস্তিনীরা। এর ফলে পশ্চিম তীরসহ ফিলিস্তিনের বিভিন্ন অংশে;এমনকি হেবরন ওল্ড সিটিতেও ইহুদিবাদী ইসরাইলের দখলদার বাহিনীর সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে।