ফিলিস্তিনের পশ্চিম তীরের সালফিত শহরস্থ বিদ’আ গ্রাম দখল করতে আসে ইহুদীবাদী ইসরায়েলের সৈন্যরা। খবর পেয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলেন সেখানকার বেসামরিক জনগণ। এসময় দখলদার ইসরায়েলি সৈন্যরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজন ফিলিস্তিনী গ্রামবাসীকে আহত করে।
রবিবার (৫ জুলাই) ফিলিস্তিনের ওই গ্রামে এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
সূত্রে বলা হয়, কিছু বেসামরিক ফিলিস্তিনী জনগণ তাদের গ্রামের একটি ভূমি ইসরায়েল কর্তৃক জবরদখল হতে দেখলে প্রতিরোধ করার জন্য সেই স্থানে অনেকে একত্রিত হতে শুরু করেন। এসময় ইহুদী সন্ত্রাসীদের খোলসে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজন ফিলিস্তিনিকে আহত করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, আহতদের একজন পেলভিসে (মেরুদণ্ড এবং পায়ের সংযোগ রক্ষাকারী বিশাল হাড্ডি) আঘাত পেয়েছেন। তার ক্ষতের অবস্থা মাঝারি হিসাবে বর্ণনা করা হয়েছে। আর অপরজন ঘাড়ে হালকা আঘাত পেয়েছেন এবং তার কাঁধে একটি ফ্র্যাকচার চিহ্নিত হয়েছে। হামলার পর পর স্থানীয় লোকজন দুজনকেই খুব দ্রুত নিকটস্থ সালফিত সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন।