আফগানিস্তান শান্তি আলোচনায় আমেরিকার বিশেষ দূত, জালমে খলিলজাদ তালিবানদের সঙ্গে শান্তি চুক্তির অর্থনৈতিক সুফলের ওপর জোর দিয়েছেন। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিনি কাতার, পাকিস্তান ও আফগানিস্তান সফর করেন।
এই প্রথমবারের মতো এসব দেশগুলিতে তাঁর সফর সঙ্গী হয়েছিলেন US international Development Finance Corporation ‘র CEO,এডাম বয়লার।
রাষ্ট্রদূত খলিলজাদ, কাতার, পাকিস্তান ও উজবেকিস্তানের সমন্বয়ে গঠিত অঞ্চলের পরিকাঠামো ও ব্যবসার উন্নয়নে যৌথ অর্থনৈতিক প্রকল্প গড়ার আভাষ দিয়েছেন।
সূত্র: ভয়েস অফ আমেরিকা