প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, টানা বৃষ্টির কারণে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিউশো পার্বত্য এলাকার কুমামোতোয় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। ভেঙে পড়েছে ওই এলাকা অনেক ঘরবাড়ি। বন্যার পানিতে ভাসতে দেখা গেছে অনেক যানবাহন। ভেঙে গেছে অনেক সড়ক সংযোগ সেতু। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুমামোতো অঞ্চলের বাসিন্দারা।
বন্যা কবলিত এলাকা থেকে ২ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্রগুলো থেকে যাতে আবার করোনাভাইরাস সংক্রমণ শুরু না হয় সে জন্য সবাইকে বারবার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মানার নির্দেশনা হয়েছে।
এ ব্যাপারে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী রায়োতা তাকেদা সাংবাদিকদের বলেছেন, “সংক্রমণ ছড়ানো রুখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই সঙ্গে যাদের বাড়ি ছেড়ে এখানে আসতে হয়েছে তাদের যতটা সম্ভব আরামদায়ক বসবাসের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা থাকবে।”