প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবিলা করছেন, তাই বাংলাদেশে করোনায় মৃত্যুহার অনেক কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ (শনিবার) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও বন্যহাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারে সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসে মৃত্যুর হার বিবেচনায় পৃথিবীর দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নের দিকে। যেখানে ভারতের মৃত্যু হার ৩ শতাংশের বেশি, পাকিস্তানে ২ শতাংশের উপরে সেখানে আমাদের দেশের মৃত্যুর হার এখনও ১.২৫ শতাংশে আছে। এই হার ইউরোপ আমেরিকার দেশগুলোতে ৫ থেকে ১৬ শতাংশে অবস্থান করছে।

করোনা ভাইরাসের মহামারি শুরুর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করার জন্য প্রাণান্তকর চেষ্ঠা করে যাচ্ছেন। মানুষকে সুরক্ষা দেয়ার জন্য, যাতে খাদ্যের সংকট না হয়, গরীব মানুষের অনুবিধা না হয় সেজন্য নানাভাবে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।