লক্ষ্মীপুরের রায়পুরে পাথরের কংকরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) ভোর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি। তবে তারা নারায়গঞ্জ ও মুন্সিগঞ্জের বাসিন্দা।
জানা গেছে, শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ঘটনাস্থলে খালে পড়ে আছে। গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান। ট্রাক চালককে (৪৫) উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।