গত এক সপ্তাহ ধরেই রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে বাড়ছে পানি। প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া ফেরি ঘাট ও নদীর তীরবর্তী গ্রামগুলো।
শনিবার (৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি দশমিক ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা দৌলতদিয়া গেজ পয়েন্টে ৯ দশমিক ১১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতদিনের তুলনায় দশমিক ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী মো: ইউসুফ বলেন, রাজবাড়ীতে পদ্মার পানি প্রতিদিনই বাড়ছে। যার কারণে জেলার তিনটি পয়েন্টের মধ্যে সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্টে দশমিক ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিদৎসীমার ৯ দশমিক ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।