ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জিন কাস্টেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
শুক্রবার (০৩ জুলাই) এলিসি প্যালেস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী ক্যাস্টেক্স ফ্রান্সে বেশি সুপরিচিত না হলেও তিনি দেশটির একজন সিনিয়র সরকারি কর্মকর্তা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পিসহ দেশটির মন্ত্রীপরিষদ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে সদলবলে পদত্যাগের কথা জানান।
খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকালে এদুয়ার্দ ফিলিপ্পি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন।
করোনা পরিস্থিতিসহ আরও বিভিন্ন পদক্ষেপ নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই সংস্কার বলে সম্প্রতি ম্যাক্রো জানান।