ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। হামাসের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ আল-জাহার এই আহ্বান জানান।
বৃহস্পতিবার (০২ জুলাই) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, পশ্চিম তীর মুক্ত করার জন্য ফিলিস্তিনের সমস্ত সংগঠনকে সশস্ত্র সংগ্রামের মতো সফল মডেল অনুসরণ করতে হবে। ইহুদিবাদী ইসরাইল যে সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে চাইছে তার মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই।
মাহমুদ আল-জাহার বলেন, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও-কে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অসলো চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং পশ্চিম তীরকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে।
তিনি বলেন, হামাস এ ব্যাপারে পিএলও এবং ফাতাহ দলের সঙ্গে আলোচনা করবে।