শান্তি চুক্তির নিয়ম মেনে আফগানিস্তান ছেড়ে যাবে আমেরিকার সব সৈন্য। অপরদিকে মার্কিন সমর্থিত আফগান সরকারের কারাগারে বন্দী প্রায় ৫হাজার তালেবানকেও ছেড়ে দিতে চুক্তিতে স্বাক্ষর করা হয়।

এর ফলে গত চার মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। প্রায় এক তৃতীয়াংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যেই ১৩ হাজার সেনা থেকে কমে এখন আফগানিস্তানে ৮ হাজার ৬০০ সেনা রয়েছে।

এছাড়াও অসংখ্য তালেবান কমান্ড ও সেনাদের কারাগারের বন্দিজীবন জীবন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছিলেন তালেবানের সাথে চুক্তি অনুযায়ী সেনা সরিয়ে নেওয়ার কথা। তিনি বলেন, আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে আমেরিকা ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।

তবে দীর্ঘ ২০ বছরের লড়ায়ে তালেবানের সাথে স্বাক্ষরিত শান্তিচুক্তিকে সুপার পাওয়ার আমেরিকার লজ্জাজনক পরাজয় হিসেবেই দেখছে বিশ্লেষকরা।