দেশের কারাগারগুলোতে বিরোধী নেতাকর্মীদের বন্দি করে রাখায় এখন আর জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জুলাই) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
পাঠানো বিবৃতিতে তিনি পল্লবী থানার জাসাসের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ছোটন বিশ্বাসকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত শুক্রবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়ি থেকে ছোটন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
মির্জা ফখরুল বলেন, কারাগারগুলোতে এখন বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরিব মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে তখন তাদের গ্রেপ্তার করে কারারুদ্ধ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলো নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন বেপরোয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলেছে।