মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কিছু কারণবশত কর্মজীবনে সমস্যা আসতে পারে। উচ্চব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। চাকুরীর স্থানে কোনও অশান্তি বাধতে পারে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। শিক্ষায় উচ্চব্যক্তির সাহায্য পাবেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বিবাহের যোগাযোগ আসতে পারে। হঠাৎ কোনও প্রাপ্তি হতে পারে। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকুরীর কোনও প্রচেষ্টা সফল হতে পারেন। ভাই বোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে বিবাদ কমবে। শেয়ার বাজারে কোনও লাভ বাড়তে পারে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আয় ও ব্যয়ের সমতা ঠিক থাকবে না। বাড়িতে খরচের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আয়ের পরিমাণ বাড়তে পারে। কর্মভাবে কোনো কারণে বিবাদ বাধতে পারে। গৃহ নির্মাণের জন্য আলোচনা শুরু হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে সফলতা লাভ করবেন। অতি উৎসাহ ক্ষতি সৃষ্টি করতে পারে। অংশীদারি ব্যবসায় বাধা আসতে পারে। চাকুরীস্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে পারেন। মাথার
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মভাবে কোনো অনৈতিক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়তে পারেন। ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিচিত কারো মাধ্যমে প্রেমের প্রস্তাব আসতে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়বে। আর্থিক সুবিধা পেতে পারেন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সন্তানের অনৈতিক কোনো কাজ মানসিক চাপ বাড়াতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মভাবে কোনো কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন পেশার ক্ষেত্রে কার্যকরী হবে। অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বড়ো সমস্যার যোগ না থাকলেও ছোট ছোট সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কোনও প্রকার আর্থিক ক্ষতি হতে পারে। তবে ব্যবসায় লাভের মাত্রা ঠিক রাখতে পারবেন।