গাইবান্ধা জেলায় গত জুন মাসে নতুন করে আরও ২১০ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মে মাস পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিল ৬০ জন, সুস্থ ২২ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কম-কে বলেন, ‘সবচেয়ে বেশি আক্রান্ত ও সুস্থ হয়েছে জুন মাসে। এ সংক্রমণ বিস্তার ঠেকাতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। এর মধ্যে করোনামুক্ত ১৩৬ জন ও ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রোগী ১৪৩ জন রয়েছে।’
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বার্তা২৪.কম-কে বলেন, ‘করোনার বিস্তার মোকাবিলায় এরইমধ্যে গোবিন্দগঞ্জ, সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা হয়েছে।’