৫০ বছর আগে মুক্তিযুদ্ধের সময় মানুষের এত কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছিল বাংলাদেশ পুলিশ, এবারের করোনা সংকটে সেই সুযোগ আবার পেয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। তিনি এখনের মত সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানান সবাইকে।

আজ (বৃহস্পতিবার) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত গ্রহণ বিষয়ক পাঁচ দিনের কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এক সময় করোনা চলে যাবে, তখন কী হবে? আমরা কি আগের অবস্থায় ফিরে যাবো? তিনি বলেন, না, আমরা যেখানে গিয়েছি সেখান থেকে আর ফিরে আসবো না। সেখান থেকে আরও এগিয়ে যাব।

তিনি আরও বলেন, জনগণের পুলিশ হতে হলে জনগণকে ভালবাসতে হবে। তাদের জন্য কাজ করতে হবে, তাদের কাছে যেতে হবে। দমন-পীড়ন থেকে বেরিয়ে এসে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সকল ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।