বাম গনতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল পুলিশি বাধায় আটকে গেছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রাষ্ট্রিয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল,পাটকল আধুনিকায়ন, একাধিকবার জ্বালানি বিল প্রত্যাহার, স্বাস্থ্যখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত ও বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল শাহবাগে আটকে দেয় পুলিশ।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।