বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, দেশে রাষ্ট্রীয় মালিকানায় আর কোনো পাটকল চলবে না। সব পাটকল বন্ধের পর সেগুলো চলবে বেসরকারি অংশিদারিত্ব বা পিপিপি’র আওতায়।

দেশে বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাটকল করপোরেশন-বিজেএমসির ব্যবস্থাপনায় চালু কারখানার সংখ্যা ২৫টি। এসব কারখানায় কাজ করেন মোট ২৬ হাজার শ্রমিক। যারা স্থায়ী ও অস্থায়ী উভয় ভিত্তিতেই কাজ করেন।

বস্ত্র ও পাট মন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলে এই মুহূর্তে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান পাটমন্ত্রী। তিনি আন্দোলনরত পাটল শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ করেন।