ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে দায়িত্বরত স্বাস্থ্যসেবীদের জন্য ২০ কোটি টাকা থাকা-খাওয়া বাবদ ২০ কোটি টাকা খরচকে স্বাসভাবাইক বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন এখানে কোনোও দুর্নীতি হয়নি।

আজ (মঙ্গলবার) সংসদে আইন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাব নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, ৩ হাজার ৭০০ মানুষের জন্য ৫০টি হোটেল ভাড়া হয়েছে। সেখানে তারা একমাস থেকেছে। প্রতিটি কক্ষের ভাড়া ১১০০ টাকা। খাওয়ার খরচের বিষয়ে মিথ্যাচার করা হচ্ছে। দিনের তিনটি মিলের জন্য খরচ ৫০০ টাকা হয়েছে।

করোনার চিকিৎসা ব্যবস্থা ওষুধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে’ বলেও স্বাস্থ্যমন্ত্রী এ সময় দাবি করেন।