পিপিই কিভাবে পরতে হবে ও খুলতে হবে তা ভাল করে না জানার কারণেই ডাক্তার-নার্সরা করোনায় বেশি আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসাথে তিনি জানান, বর্তমান সরকার পিপিই পরার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করায় তাদের মাঝে আক্রান্তের হার কমে এসেছে।

আজ (মঙ্গলবার) সংসদে আইন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাব নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সকল রোগীরা করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে গিয়েছেন তাদের প্রায় সবাই মারা গেছেন। তাই করোনা চিকিৎসায় ভেন্টিলেটরের কোনো প্রয়োজন নেই। দেশের বিভিন্ন হাসপাতালে থাকা ৪০০ ভেন্টিলেটরের মাঝে ৩৫০টি ব্যবহারই হয়নি বলে তিনি দাবী করেন।