মানবপাচারের মামলায় কুয়েতের কারাগারে থাকা লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে নির্বাচনে জিতিয়ে দেয়ার জন্য জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমান নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন। এবার জাতীয় পার্টি থেকেও তাকে অব্যহতি দেয়া হয়েছে।

রোববার (২৮ জুন) দল থেকে তাকে অব্যহতি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে জাতীয় পার্টির একটি সুত্র।

২০১৮ সালের সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মোহাম্মদ নোমান সমঝোতা করেছিলেন শহীদ ইসলাম পাপুলের সাথে। সরে এসেছিলেন নির্বাচন থেকে। মোহাম্মদ নোমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন।

তবে তাকে অব্যাহতির বিষয়ে বিবৃতিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় পার্টি। দলের গঠনতন্ত্রের ২০/১(১)-এর ‘ক’ ধারা মোতাবেক নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।