বোলিংয়ের সময় ব্যাটসম্যানের দিকে কড়া চোখে তাকানোর অভ্যাস আফগান স্পিনার রশিদ খানের। আর রশিদের এই অভ্যাস মোটেই পছন্দ নয় ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইলের।
সে জন্য রশিদের এমন আচরণের বিষয়ে গেইল বলেছিলেন– ‘রশিদ আমার দিকে তাকালে, আমি ওকে শেষ করে দেব।’
যদিও মাঠে স্লেজিংয়ের অভিযোগ বা এ জন্য শাস্তি হতে পারে এমন আশঙ্কায় রশিদকে সরাসরি এ কথা বলেননি গেইল।
বছর দুয়েক আগে আইপিএলে রশিদের বোলিং মোকাবেলা করার সময় ব্যাটিং পার্টনার লোকেশ রাহুলের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছিলেন গেইল।
এবার সেই কথা প্রকাশ্যে এনেছেন লোকেশ রাহুল।
সম্প্রতি আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক চ্যাট শোয়ে অংশ নিয়ে এ কথা জানান লোকেশ।
সেই চ্যাট শোয়ে উপস্থিত ছিলেন ক্রিস গেইলও।
রাহুল বলেন, ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করছিলাম আমরা। সেবার কিংস ইলেভেন পাঞ্জাবের আইকন ব্যাটসম্যান ছিলেন ক্রিস গেইল।
এল কে রাহুল বলেন, সেদিন রানের জন্য মরিয়া ছিলেন গেইল। রশিদ খানের স্পিনগুলো মোকাবেলা করছিলেন। একসময় হঠাৎ রশিদের ওপর ক্ষেপে যান গেইল। তখন গেইল আমাকে বলেছিলেন– রশিদ খান যদি আমার দিকে চোখ পাকিয়ে তেড়ে আসে, তা হলে ওকে আমি শেষ করে দেব। স্পিনাররা বড় বড় চোখ করে তেড়ে আসবে, তা আমার একেবারে পছন্দ নয়।
প্রসঙ্গত মুখে নয়, ব্যাটের মাধ্যমে রশিদ খানের ওপর সেই ক্ষোভ ঝাড়েন এই ক্যারিবীয় জায়ান্ট। সেই ম্যাচে ৬৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন। রশিদ খানসহ হায়দরাবাদের বোলারদের তুলোধোনা করেছিলেন।
তথ্যসূত্র: এনডিটিভি,ইন্ডিয়া টুডে,