প্রাণঘাতী করোনায় পুরো বিশ্ব কিংকর্তব্যবিমূঢ়। দ্রুত ছড়িয়ে পড়ায় হিমশিম খাচ্ছে চিকিৎসকরাও। সাধারণ মানুষ নিজেদের ঘরবন্দী করে রেখেছে ভাইরাসের কবল থেকে বাঁচার আশায়। কেট উইন্সলেটের ‘কন্টেজিয়ন’ সিনেমার ঘটনার সাথে হুবহু মিলে যায় বাস্তবতা। ‘কন্টেজিয়ন’ ছবির মূল চরিত্রে ছিলেন কেট উইন্সলেট। জানালেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে চাইলে আগেই সাবধান হওয়া ছাড়া উপায় নেই।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কেট উইন্সলেট বলেছেন, ‘কন্টেজিয়ন সিনেমায় আমি একজন মহামারি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছি যিনি ভাইরাসের ছড়িয়ে পড়া রোধের চেষ্টা করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য পৃথিবীর সেরা কিছু চিকিৎসকের সঙ্গে আমার সময় কাটাতে হয়েছে। তারা আমাকে কী বলেছিলেন জানেন? তারা বলেছিলেন হাত ধোয়ার কোনো বিকল্প নেই। এটা জীবনের ব্যাপার, সেটা প্রিয়জনের হোক বা অচেনা কারো। চিকিৎসক, সেবা কর্মী, গ্রোসারি স্টোরের কর্মী অথবা খাবার ডেলিভারি দেয়ার মানুষগুলো এখন ঝুঁকি নিয়ে লড়ছেন।’ তিনি আরও বলেন, ‘ভাইরাস ঠেকাতে কোনো মেডিক্যাল ডিগ্রি বা মাইক্রোস্কোপের প্রয়োজন নেই, সাবান এবং পানিই যথেষ্ট। পানি গরম না হলেও চলবে, ২০ সেকেন্ড হাত ধুলে সাবানই ভাইরাস দূর করবে।’ কেট উইন্সলেট জানান, আক্রান্ত ব্যক্তির ড্রপলেটের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। এছাড়াও করোনাভাইরাস বেঁচে থাকতে পারে কার্ডবোর্ড বক্স, স্টেইনলেস স্টিলের চামচ, কার্পেট, বেডিং, পোশাক সহ যে কোনো যায়গায়। কয়েকদিন পর্যন্ত টিকে থাকে এই ভাইরাস। তাই জীবাণুনাশক দিয়ে সব কিছু মুছতে হবে ঘন ঘন। সঠিক নিয়ম হলো জীবাণুনাশক স্প্রে করে চার মিনিট অপেক্ষা করে মুছে ফেলতে হবে। মুখে হাত দেয়া যাবে না। কেট উইন্সলেট বলেন, ‘কঠিন হলেও ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করে প্রিয়জনদের রক্ষা করা সম্ভব। এজন্য সচেতন থাকতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ মানতে হবে।’