বলিউডের অনেকের সাথেই শোনা গেছে রণবীর কাপুরের প্রেম কাহিনী। কখনও ইমরান খানের স্ত্রী, বা কখনও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা। আবার অভিনেত্রী দীপিকা, ক্যাটরিনা, সোনাম কেউ বাদ যাননি রণবীরের হাত থেকে। এখন প্রেমে মজেছেন আরেক অভিনেত্রী আলিয়া ভাটের সাথে। তবে এবার ভাইরাল হয়েছে রণবীরের পুরনো একটি ভিডিও। যেখানে রণবীর বলেছেন ১৩ বছর বয়স থেকে কোনদিনই সিঙ্গেল ছিলেন না তিনি।

রণবীর বলেন, ‘১৩ বছর বয়সে আমি ক্লাস সেভেনে ছিলাম, তখন থেকে আমি কোনও দিনই সিঙ্গেল ছিলাম না। কারণ আমার কোন না কোনভাবে প্রেমিকা জুটে যেত।’ আর সেই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়। রণবীর কাপুর বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ ছবিটি নিয়ে। এরপর যশরাজ গ্রুপের ‘শমশেরা’ ছবিটিতে শ্যুটিং শেষ করার কথা রয়েছে এই বলিউড তারকার। এর পরে আলিয়ার সাথে বিয়ের গুঞ্জনও চলছে বেশ।

আরএএস/সাএ