বিশেষ আলোচনায় ইউরোপের দেশ সুইডেন। মৃত্যুর জন্য নয়, বরং ব্যাপক প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা বহাল রাখায়। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি সরকারী হাসপাতালে নবীন করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত সুইডিশ চিকিৎসক হোসেইন নেওয়াজ। কি করে সম্ভব হচ্ছে সুইডেনের জীবন স্বাভাবিক রাখা, চিকিৎসার আয়োজনগুলো কি, এবং বাংলাদেশের পদক্ষেপগুলো নিয়ে তাঁর পর্যবেক্ষণগুলো জানিয়েছেন বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে।
ইউরোপে প্রতিদিন যখন করোণায় মৃত্যু হাজার হাজার, তাতেও ঘাবড়ায়নি সুইডেন। লকডাউন করেনি, সব কিছু রেখেছে স্বাভাবিক। এখন পর্যন্ত সেদেশে শনাক্ত করোনা রোগী প্রায় চৌদ্দ হাজার এবং মৃত্যু দেড় হাজার। দেশটির রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্র রিজিয়ন স্টকহোমসে করোনা রোগীদের চিকিৎসায় অন্যতম প্রধান চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত হোসেইন নেওয়াজ। তিনিই প্রথম পরীক্ষা করেন সন্দেহভাজন করোনা রোগীদের। ভিডিও সাক্ষাৎকারে জানালেন, করোনা মোকাবেলায় দেশটির দৃষ্টিভঙ্গি।