বেলাল খানের গানে মৌমিতা-আসিফ
অভিনেত্রী মৌমিতা হরি। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার এই মেয়ে কাজ করেছেন ওপার বাংলার নাটকে।
অনেকদিন ধরে যুক্ত রয়েছেন থিয়েটারের সঙ্গেও। ওপার বাংলার পাশাপাশি কাজ করেছেন এপার বাংলাতেও। বাংলাদেশি
সিনেমা দিয়েই বড় পর্দায় নাম লেখান তিনি। কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতেও।
সম্প্রতি কলকাতা থেকে ঢাকা এসেছিলেন ওপার বাংলার এই অভিনেত্রী। কাজ করেছেন নতুন একটি মিউজিক
ভিডিওতে। গানের শিরোনাম ‘বধুয়া’। রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর করেছেন বেলাল খান এবং
সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। আর গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান।
পুরান ঢাকার মনোরম লোকেশনে গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন ওপার
বাংলার অভিনেত্রী মৌমিতা হরি ও এপার বাংলার মডেল ও অভিনেতা কাজী আসিফ। মিউজিক ভিডিওটি নির্মাণ
করেছেন মাহমুদ মাহিন।
মৌমিতা হরি বলেন, প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। বাংলাদেশে কাজ করতে আমার বরাবরই
খুব ভালো লাগে। এর আগে যতগুলো মিউজিক ভিডিও করেছি সবগুলোই বাংলাদেশের। এই কাজটা করেও আমার
কাছে ভীষণ ভালো লেগেছে। আসিফ আমার ভালো বন্ধু তার সঙ্গে আমার প্রথম কাজ, পরিচালকের সাথেও আমার
প্রথম কাজ। খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজটা করেছি। নির্মাতার কিছু কাজ আগে দেখেছি। ভালো নির্মাণ করেন তিনি।
এর আগে ২০১৭ সালে সর্বশেষ ইমরানের আমার ইচ্ছে কোথায় গানের মডেল হয়েছিলেন মৌমিতা। এছাড়াও মিনার ও
সুজন আরিফের দুটি গানের ভিডিওতে মডেল হয়েছিলেন। এটা তার চতুর্থ মিউজিক ভিডিও। অনন্য মামুন পরিচালিত
‘বন্ধন’ চলচ্চিত্রেও কাজ করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
সিডি চয়েজের ব্যানারে নির্মিত এই গানের ভিডিওটি আগামীকাল ১২ জুন সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা
হবে।