মহামারি করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ তুলে নেয়ার পর আজ শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ভিড় দেখা গেছে। তবে নামাজ ও অন্যান্য কার্যক্রম হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য বসানো হয়েছিল জীবাণুনাশক অটোমেটিক মেশিন। সরেজমিনে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে জাতীয় মসজিদটিতে গিয়ে দেখা যায়, প্রবেশের আগে সবার হাত ধোয়ানো হচ্ছে। সেই সঙ্গে সবাই মাস্ক পরছেন কিনা সেটা নিশ্চিত হয়েই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আর নির্দিষ্ট দূরত্ব রেখে নামাজের ব্যবস্থা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব মসজিদে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। বৃহস্পতিবার জোহর থেকেই নামাজ আদায়ের সুযোগ তৈরি হয়। নিষেধাজ্ঞা চলা অবস্থায়, পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ ৫ জন, জুমার নামাজে ১০ ও তারাবির নামাজে ১২ জন অংশ নেয়ার অনুমতি ছিলো।