পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। ভর্তির পর নুসরাতের বাবাকে ইনসুলিন দেয়া হয়েছে। গতকাল সোমবার তার লালা রসের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ১২০০ জন। ভারতে মোট মৃতের সংখ্যা ৩৫৮ জন।

আরএএস/সাএ