কুয়েতে নতুন করে ১৫ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ১৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।সর্বশেষ খবর অনুযায়ী দেশটিতে মোট আক্রান্ত ১৪৮ প্রবাসী বাংলাদেশি। মৃত্যুবরণ করেন একজন। করোনা ভাইরাসে মৃত বাংলাদেশি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাতঘরিয়া ৭নং ওয়ার্ডের মো. আব্দুল আওয়াল বেলাল (৬৮)। কুয়েতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে করোনা ভাইরাসে বিভিন্ন দেশের মোট ১৯১৫ জন শনাক্ত হয়েছেন। প্রতিদিনকার মতো কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভা ইরাসে বিভিন্ন দেশের ১৬৪ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১৫ জনে। চিকিৎসাধীন ১৬০৩ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন ৩৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।