করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য নানা দিক তুলে ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন বলিউডের বড় তারকারা। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র নির্মাণে একত্রিত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত, চিরঞ্জীবী, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও বলিউড অভিনেতা রণবীর কাপুর।

‘ফ্যামিলি’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অমিতাভ বচ্চনের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন প্রসূন পান্ডে। ছবিটির মাধ্যমে সবাইকে বাড়িতে অবস্থান করতে, নিরাপদ থাকতে, জীবাণু সম্পর্কে সচেতন থাকতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করা হয়েছে।

কেএ/ডিএ