বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের মধ্যম আয়ের মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিকল্পনা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে বিকাল পাঁচটায় সংক্ষিপ্ত এই অধিবেশন শুরু হয়ে সন্ধ্যার আগেই শেষ হয়। সংবিধানের বাধ্যবাধকতা থাকায় করোনা পরিস্থিতির মধ্যেও এই অধিবেশন ডাকা হয়। জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমি মনে করি সবগুলো উনি (প্রধানমন্ত্রী) সুচিন্তিত পরিকল্পনা নিয়েছেন। আল্লাহর রহমতে এবং প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের অনেক মানুষ কিন্তু আজকে বেঁচে গেছে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি শুধু এইটুকু ওনাকে অনুরোধ করতে চাই যে গ্রামে-গঞ্জে আমরা দেখতে পাই যে মধ্যম আয়ের যে মানুষগুলো রয়েছে। যে মানুষগুলো একটা বাসের কন্ট্রাক্টর, একটা বাসের মালিক বা দুটি গাড়ি বা এ রকম যারা রিকশাচালক, সিএনজিচালক, যারা ঠেলাগাড়ি চালায় সবই কিন্তু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে হতদরিদ্র যারা আছে এরা কিন্তু কিছুটা হলেও পাচ্ছে। মধ্যম আয়ের যারা বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে তারাও কিন্তু ভাতা পাচ্ছেন। খুব একটা সমস্যার মধ্যে নেই।