করছিল মাইক্রোসফট। অবশেষে গতকাল মঙ্গলবার ৭২০ কোটি ডলারের বিনিময়ে ব্যবসা চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তির ফলে নকিয়ার পেটেন্টের পাশাপাশি অন্য লাইসেন্সগুলোও মাইক্রোসফটের মালিকানায় চলে যাবে।
এলপ মনে করেন, স্মার্টফোন ব্যবসায় ঘুরে দাঁড়াতে হলে যৌথ শক্তির কোনো বিকল্প নেই।বাজার বিশেষজ্ঞরাও মনে করছেন, স্মার্টফোনের বাজারে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকা নকিয়া মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হওয়ায় আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে নকিয়া। ওদিকে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএসের চেয়ে এখনো পিছিয়ে উইন্ডোজ। মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমোর বলেন, ‘ভবিষ্যতের জন্য মাইক্রোসফটের এটি একটি সাহসী সিদ্ধান্ত। আশা করছি, এতে দুই প্রতিষ্ঠানের কর্মী ছাড়াও শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা সুবিধা পাবেন।’ এদিকে স্টিভ বালমোর মাইক্রোসফট ছাড়ার ঘোষণা দিয়েছেন। নকিয়ার স্টিফেন এলপ প্রধান নির্বাহী কর্মকর্তা পদের জন্য একজন প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন।