Print this page
Saturday, 08 March 2014 19:23

গেম কন্ট্রোলার আনছে ভালভ

Rate this item
(0 votes)

‘স্টিম কন্ট্রোলার’ নামে একটি গেম কন্ট্রোলারের ঘোষণা দিয়েছে গেম নির্মাতা ও প্রকাশক ভালভ। এ কন্ট্রোলারের সাহায্যে প্রচলিত কিবোর্ড ও মাউসের পরিবর্তে আরও সহজভাবে গেম নিয়ন্ত্রণ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

ভালভ কর্তৃপক্ষ সম্প্রতি লিনাক্সভিত্তিক ‘স্টিমওএস’ নামের অপারেটিং সিস্টেম ও স্টিম গেম কনসোলের ঘোষণা দিয়েছে। এবার সহজভাবে

গেম খেলার জন্য নতুন কন্ট্রোলার বাজারে আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

ভালভ কর্তৃপক্ষ জানায়, গেম কনসোলের পাশাপাশি কন্ট্রোলারটি পিসির সঙ্গে যুক্ত করেও গেম খেলা যাবে। তারবিহীন প্রযুক্তির এই কন্ট্রোলার ২০১৪ সালে স্টিম কনসোলের সঙ্গে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

স্টিম কন্ট্রোলারে ফিচার হিসেবে রয়েছে ডুয়াল ট্র্যাকপ্যাড, হ্যাপটিক ফিডব্যাক সমর্থন সুবিধা। বর্তমানে এ কন্ট্রোলারের বিটা সংস্করণ নিয়ে কাজ করছে ভালভ।