আপত্তি তোলেনি। তবে সাফ টুর্নামেন্ট কমিটি ভারতকে কিছুদিন ভাবার সময় দেয়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
কাজী সালাউদ্দিন জানান, ১০ থেকে ১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বাংলাদেশের পক্ষে।
মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অডিট কমিটির সভা শেষে দেশে ফিরে তিনি বলেন, "ঢাকায় সাফ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রায় ৮৫ ভাগ কাজ এগিয়েছে।"
এদিকে অক্টোবরের পরিবর্তে পিছিয়ে জানুয়ারিতে হতে পারে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। ভারতের দু'টি দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে জানুয়ারির আগে পাওয়া যাবে না বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন।
অথচ এই দু'টি দলকে খেলানোর ব্যাপারে খুবই আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য টুর্নামেন্টটি আগামী বছর জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি। বাফুফের নির্বাহী কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানান সালাউদ্দিন।