দ্বিতীয় ম্যাচে বুয়েট বনাম সাউথ ইস্ট ইউনিভার্সিটির খেলায় বুয়েট বড় জয় পেয়েছে। ৭-০ গোলে তারা সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। বুয়েটের পক্ষে সৌরভ , শামিম উভয়ই হ্যাট্রিক করেন। তৃতীয় ম্যাচে রুয়েট ও এইউএসটি এর খেলায় ৫-৩ গোলে জয়ী হয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়ছে রুয়েট।
দিনের শেষ তথা চতুর্থ খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইইউবির বিরুদ্ধে ৭-৩ গোলে জয়ী হয়। শনিবার সেমি-ফাইনাল খেলছে জয়ী এই চারটি দল।
সেমিতে বিকেল ৩ টা ১৫ মিনিটে বুয়েটের প্রতিপক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ৪ টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে রুয়েট। সেমি ফাইনালে বিজয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্দিরা রোড ক্লাব মাঠে। ফাইনালে প্রধান অতিথি থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।