পঞ্জিকা মতে এ বছর দুর্গাপূজা তিনদিন। তাই আজ বিজয়া দশমী। ঘট নাড়িয়ে আনুষ্ঠানিক বিসর্জন পর্ব। আজই পিতৃগৃহ থেকে কৈলাসের উদ্দেশে যাত্রা করছেন মহামায়া। স্বাভাবিকভাবেই আকাশে-বাতাসে বেদনার সুর। সেই চেনা সুর, ‘দুর্গা মা-ই কী? জয়…’ তবু বিদায়বেলায় বিষণ্ণতা নয়, নব আনন্দে…