ঢাকা,শুক্রবার, ১৩ মার্চ ২০১৫, ২৯ ফাল্গুন ১৪২১, ২১ জমাদিউল আউয়াল ১৪৩৬
লাতিন আমেরিকা
সোমবার সকাল থেকে নিখোঁজ এই ব্যবসায়ীকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে আটক করে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ সাংবাদিকদের বলেন, আমানউল্লাহ মাগুরায় লুকিয়ে ছিলেন। অবস্থান সনাক্তের পর তার গতিবিধির দিকে নজর রাখার হচ্ছিল। শেষ লাঙ্গলবন্দ থেকে তাকে আটক করা হয়।
আমান বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনার বাড়ি এলাকার মৃত মিছির আলীর ছেলে। নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেইট এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করেন।
গাজীপুর থেকে কাপড় আনতে ৪ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর আমানের পরিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির এ ধরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় এবং অন্যায্য। অনলাইন দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কিছুদিন আগে মোদি বলেছিলেন, ভারত থেকে বাংলাদেশীদের বিতাড়ন করা হবে।
গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শেখ হাসিনা বলেছেন, এ ধরনের বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোন অবদান রাখে না, বরং ভবিষ্যতের ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত বা নষ্ট করে দিতে পারে।
বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, দেশে যেভাবে গুম, খুন ও অপহরণ হচ্ছে তাতে কারোরই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। এ অবস্থা থেকে বের হতে না পরলে দেশকে বাঁচানো যাবে না।
সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ৫৫ তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজ সব জিনিসেই ভেজাল। খাদ্যে ভেজাল, শাক-সবজিতে ভেজাল এমনকি পানিতে দুর্গন্ধ। সব মিলে বাংলাদেশে এখন ভেজালের রাজত্ব চলছে।
তিনি আরও বলেন, এ অবস্থায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ বিবেকহীন না হলে খাদ্যে ভেজাল মেশানোর মতো অন্যায় করতে পারে না।
ঝিনাইদহ জেলার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা বাস মিনিবাস শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোর ৪টার দিকে জেলা শহরের উকিলপাড়া মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শহরের উকিলপাড়ায় এক শ্রমিক ইউনিয়ন নেতার বাসায় রাত্রীযাপন করেন আব্দুল গাফ্ফার।
৫ মে শাপলা চত্বরের ঘটনার প্রতিশোধ হিসেবে দেশজুড়ে নাশকতা চালাতে হেফাজতে ইসলামকে জামায়াত-শিবির ইন্ধন দিচ্ছে বলে গোপন তথ্য পেয়েছে পুলিশ। এক্ষেত্রে হেফাজতে ইসলাম তাদের ফাঁদে পা না দিলে হেফাজতের ব্যানারে শিবিরের নাশকতা চালানোর আশংকা রয়েছে। আর এ নাশকতা প্রতিরোধে চট্টগ্রামের মাদ্রাসাগুলোর নজরদারী বাড়িয়েছে তারা। তবে, হেফাজত নেতারা দাবি করছেন, তারা কারো ইন্ধনে প্ররোচিত হবেন না।
বিগত ২০১০ সাল থেকেই দেশের রাজনীতির অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো চট্টগ্রামভিত্তিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম। কখনো প্রস্তাবিত নারী নীতির প্রতিবাদ, আবারো কখনো ১৩ দফা দাবি। এসব নিয়ে পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে তারা। সবশেষ গত বছরের ৫ মে ১৩ দফা দাবি আদায়ের জন্য ঢাকার শাপলা চত্বরে স্থায়ী অবস্থান নিতে গিয়ে হেফাজত নেতা-কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। আর এ দিনটিকে সামনে রেখে নাশকতা সৃষ্টির গোপন তথ্য পেয়েছে পুলিশ।
দুঃশ্চিন্তা দুর হতে চলেছে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের৷ চিন্তামুক্ত করারই আশ্বাস দিল মাইক্রোসফট৷
আমেরিকার স্থানীয় সময় অনুসারে বৃহস্পতিবার সেই কথা জানাল তারা৷সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাপোর্ট তুলে নিলেও উইন্ডোজ এক্স পি ব্যবহার করা যাবে আগের মতোই৷
আকস্মিক ঘূর্ণিঝড়ে পটুয়াখালী-গলাচিপা নৌরুটের কলাগাছিয়ায় স্থানে অর্ধশতাধিক যাত্রী নিয়ে শাথিল- ১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ নদীতে নিমজ্জিত হয়েছে।
এ ঘটনায় চার মহিলা ও দুই শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখোঁজ আছেন অন্তত ২৫ জন যাত্রী।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে শাথিল-১ লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। কলাগাছিয়া অতিক্রমকালে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লঞ্চটি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে এমভি শাথিল নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক টেস্ট অধিনায়ক ওয়াকার ইউনূস এই মাসের শেষের দিকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠী।
শেঠী বলেন, ওয়াকার ইউনূসকে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচক কাম ম্যানেজারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সাথে মঈন খানও দায়িত্ব পালন করবেন।
এক্সপ্রেস টিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেঠী আরো জানান, ‘কিছিুদিন আগে মঈন খানকে কোচের দায়িত্ব দিতে বলেছিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এই সিদ্ধান্তে বোর্ডের অনেকেই খুশি ছিলেন না। এই কারণে সাবেক কোচ ডেভ হোয়াটমোরের মতো তাদেরকেও আমরা দুই বছরের জন্য প্রস্তাব দিয়েছি।’
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো থেকে জানা যায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশে শুক্রবারের ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫০ জন।
এখনও পর্যন্ত নিখোঁজ আছে ২০০০ এর বেশি জন।
বাদাকশান প্রদেশের গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিবের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, বাদাকশানের হোবো বারিক গ্রামে ভয়াবহ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে গ্রামের তিন শতাধিক বসতবাড়ি মাটির নিচে চাপা পড়ে, যা এ গ্রামের এক-তৃতীয়াংশ।